দরখাস্ত লেখার নিয়মকানুন

বিষয় ভেদে আবেদন পত্র লেখার নিয়ম ভিন্ন হলেও মোটামুটি কিছু বিষয় একই রকম থাকে। এই অনুযায়ী মূলত একটি আবেদনপত্র বা বাংলা দরখাস্ত লিখতে হয়। তা হলোঃ

  • দরখাস্তের তারিখ (যেই তারিখে দরখাস্ত জমা দিবেন)
  • শিরোনাম/ প্রাপক (বরাবর দিয়ে শুরু করে নিচে যার উদ্দেশ্যে লিখছেন তার পদবি এবং প্রতিষ্ঠানের ঠিকানা)
  • আবেদন পত্রের বিষয়
  • সম্ভাষণ মহোদয়/ মহাত্মন/ জনাব
  • আবেদন পত্রের বিষয়বস্তু বা পূর্ন বর্ণনা।
  • বিদায় সম্ভাষণ