Ad Code

Responsive Advertisement

অঙ্গীকারনামা নমুনা


অঙ্গীকারনামা কি
অঙ্গীকারনামা আসলে কি তা আগে জানতে হবে । অঙ্গীকারনামা  নামা বলতে সাধারনত বুঝায় যে দুই বা তার বেশি ব্যক্তি মিলে কোন কাজ করার আগে বাংলাদেশের আইন মোতাবেক যে চুক্তি করে তাকে আমি অঙ্গীকারনামা  নাম হিসাবে বুঝি । সাধারনত অঙ্গীকারনামা বিভিন্ন ব্যবসায় করার আগে করা হয়ে থাকে বা কোন কিছু ক্রয় বিক্রয় । এর আগে দুই পক্ষ করে থাকে । আমার ব্যক্তি গত বিভিন্ন প্রকার লেনদেন করার আগে ও আমরা করে থাকি । যাতে করে ভবিষ্যতে কোন প্রকার সম্যসা না হয়। আমি আমার মতে অঙ্গীকারনামা কি তা শেয়ার করা চেষ্টা করলাম এখানে অনেকে মত আলাদা আলাদা হতে পারে । 

অঙ্গীকারনামা নমুনা  

নিচে অঙ্গীকারনামার নমুনা আলোচনার মাধম্যে লেখা হলো । 

Post a Comment

0 Comments

Close Menu