ব্যাংকে ছুটি চেয়ে আবেদন
তারিখঃ ১০/০৪/২০ ইং
বরাবর,
ব্যবস্থাপক
ব্যাংক এশিয়া লিমিটেড,শ্বেতছড়া বাজার শাখা
শ্বেতছড়া,নারায়নহাট,ভূজপুর,ফটিকছড়ি,চট্টগ্রাম।
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব,
সম্মানের সাথে জানাই যে, আমি আপনার অধীনস্থ ব্যাংক এশিয়া লিমিটেডের সোনাইমুড়ী শাখার একজন সিনিয়র অফিসার। আমি গত ০৭/১০/১৯ ইং থেকে ০৯/১০/১৯ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৩ দিনের ছুটি দানে বাধিত করবেন।
বিনীত নিবেদক
নামঃ মোঃ আবদুল খালেক
সিনিয়র অফিসার
ব্যাংক এশিয়া লিমিটেড
শ্বেতছড়া বাজার শাখা
0 Comments