পারিবারিক সমস্যার কারণে অফিসে ছুটির আবেদন

তারিখঃ ০৮/০৪/২০২০ ইং
বরাবর,
………….., (যার অধিনস্থ আছেন, তার পদবি)
…………….. (প্রথিষ্ঠানের নাম)
…………… (ঠিকানা)

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,
সম্মানের সাথে জানাই যে, আমি আপনার অধীনস্থ একজন ……………….. (আপনার পদবি)। আমি গত ২৬/১০/১৯ ইং থেকে ৩০/১০/১৯ ইং পর্যন্ত পারিবারিক সমস্যার কারণে অফিসে উপস্থিত হতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৫ দিনের ছুটি দানে বাধিত করবেন।

বিনীত নিবেদক
……….. (আপনার নাম)
………… (আপনার পদবি)
…………… (প্রতিষ্ঠানের নাম)