ছাড়পত্রের জন্য আবেদন

তারিখঃ ০৮/০৪/২০ ইং
বরাবর,
প্রধান শিক্ষক
 শ্বেতছড়া স্কুল

শ্বেতছড়া,নারায়নহাট,ভূজপুর,ফটিকছড়ি,চট্টগ্রাম


বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। তিনি তার কর্মস্থল মাইজদী, শ্বেতছড়া থেকে মিরপুর, ঢাকায় বদলি হয়েছেন। আমি ও আমার পরিবার এ মাসেই স্থায়ীভাবে সেখানে চলে যাবো।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে প্রয়োজনীয় ফী ও বকেয়া পরিশোধ পুর্বক ছাড়পত্র প্রদানে আপনার মর্জি কামনা করি।

বিনীত নিবেদক
নামঃ আবদুল খালেক
শ্রেণিঃ ৯ম
বিভাগঃ বিজ্ঞান
রোলঃ ১২