জরিমানা মওকুফের জন্য আবেদন
তারিখঃ ১০/০৪/২০ ইং
বরাবর,
অধ্যক্ষ
শ্বেতছড়া সরকারি কলেজ
শ্বেতছড়া,নারায়নহাট,ভূজপুর,ফটিকছড়ি,চট্টগ্রাম।
বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের একাদশ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি কলেজের বেতন ও অন্যান্য সকল খরচ যথাসময়ে পরিশোধ করে আসছি। কিন্তু, আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অর্থাৎ আমার বাবা গত ২ মাস আগে অসুস্থ হয়ে পড়েন। তাই আর্থিক সমস্যা থাকার কারণে আমি সময়মতো নির্ধারিত সকল ফী ও বেতন পরিশোধ করতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আমার আর্থিক সমস্যার কথা বিবেচনা করে জরিমানা ছাড়া বেতন প্রদানের অনুমতি দিতে আপনার বিশেষ মর্জি কামনা করি।
বিনীত নিবেদক
নামঃ মোঃ আবদুল খালেক
শ্রেণিঃ একাদশ
বিভাগঃ বিজ্ঞান
রোলঃ ১০৯২
1 Comments
বেতন মওকুফের জন্য আবেদন
ReplyDelete